চড়-থাপ্পড় মেরে এবারের মতন তৃণমূলকে ছেড়ে দিল দেশের শীর্ষ আদালত: সুজন
নজরবন্দি ব্যুরো: ‘‘চড়-থাপ্পড় মেরে এবারের মতন তৃণমূলকে ছেড়ে দিল দেশের শীর্ষ আদালত!’’ শনিবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া মাঠে সিপিআই(এম) এর একটি জনসভাতে যোগ দিয়ে পঞ্চায়েতের রায় প্রসঙ্গে এমন তীব্র মন্তব্য করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
পঞ্চায়েত মামলায় রায় ঘোষণার পর বীরভূমের নানুর ও সদাইপুরে বোমাবাজি, খুনোখুনি নিয়ে কটাক্ষও করেন তিনি। এদিন সুজন-বাবু বলেন, এটাই বীরভূমের প্রকৃত বিজয় উৎসব। গুলি-বোমা নিয়ে অনুব্রত মণ্ডলের বাহিনী বিজয় উল্লাস করছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের রায় বেরোতেই সিপিআই(এম) এর জেলা সম্পাদক মনসা হাঁসদা বলেছিলেন, ‘‘রায়কে মাথা পেতে নিয়ে আমরা গণতন্ত্র বাঁচাতে আন্দোলনে নামবো।’’ পরের দিনই সুজন চক্রবর্তী মন্তব্য, ‘‘বীরভূমেই সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এ রাজ্যে গণতন্ত্রের নামে প্রহসন চলছে।’’ সুজনের আরও অভিযোগ, “সুপ্রিম কোর্ট ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। সুপ্রিম কোর্ট শাসক দলকে চড়-থাপ্পড় মেরে এ যাত্রায় ছেড়ে দিয়েছে।’’ তাঁর আরও তাঁর দাবি, মনোনয়ন করতে না দেওয়ার সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে বীরভূমে।

No comments