সুপ্রিম কোর্টের রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন সিপিআই(এম) নেতা!
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত মামলায় আদালতে রায় গিয়েছে শাসক দলের দিকে। ১৬ হাজারেও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের জয়কে ঘুরিয়ে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
এবার সেই রায় নিয়ে ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের সিপিআই(এম) নেতা সুকান্ত কোনার। কার্ল মার্কসকে উদাহরণ টেনে সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর সিপিআই(এম) নেতার ফেসবুকে পোস্ট ঘিরে জমে উঠেছে বিতর্ক। তাঁর মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করছেন রাজ্যের আইনজীবীরা।
সিপিআই(এম) নেতা সুকান্ত কোনারের বিরুদ্ধে মামলা রুজু করার দাবি তুলেছে রাজ্যের শাসক দল। সিপিআই(এম) এর জেলা নেতৃত্বের সাফাই, ফেসবুকের মন্তব্য ব্যক্তিগত। এটা দলের মত নয়। এদিকে এতকিছু পরেও মন্তব্যটি ফেসবুক থেকে এখনও মুছে ফেলেনি এই সিপিআই(এম) নেতা সুকান্ত কোনার।

No comments