বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা
নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় ম্যাগাজিন 'ভোগ'-এর কভার গার্ল হয়েছিলেন তিনি। কিন্তু তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল বিতর্কের ঝড়।
কী যোগ্যতা আছে সুহানার 'ভোগ'-এর কভার পেজে জায়গা পাওয়ার তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তাই এবার তারই যোগ্য জবাব দিতে চলেছেন সুহানা। শোনা যাচ্ছে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। কিন্তু কার হাত ধরে তাঁর বলিউডে প্রবেশ ঘটবে তা এখনও নিশ্চিত নয়।
ঘনিষ্ঠ মহলের মত, এ ব্যাপারে করণ জোহর যে এগিয়ে থাকবেন তাতে কোনও সন্দেহ নেই। তবে এখনও পর্যন্ত কানাঘুষো যা শোনা যাচ্ছে তাতে সুজয় ঘোষ ও সঞ্জয় লীলা বনশালি বলিউডে সুহানাকে আনার ব্যাপারে আগ্রহী। তবে যার হাত ধরেই সুহানা বলিউডে আসুন না কেন, খুব শীঘ্রই যে তাঁকে একটা রোমান্টিক ছবিতে দেখা যাবে তা নিয়ে অনেকটাই নিশ্চিত বি-টাউনের সিংহভাগ।

No comments