কাস্টমসের বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল
শুভব্রত মুখার্জি: প্রথম ম্যাচ টালিগঞ্জের বিপক্ষে পরিত্যক্ত,পরের ম্যাচে পুলিশকে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুললেও তৃতীয় ম্যাচে উদ্দেশ্যহীন ফুটবল খেলে কাসটমসের কাছে আটকে যেতে হল আটবারের লিগ জয়ী কোয়েস ইস্টবেঙ্গলকে।
সুভাষ ভৌমিকের ছেলেরা একটাও ভাল মুভ গোটা ম্যাচে তৈরি করতে পারল না। মাঝমাঠে বল ধরে খেলার লোকের অভাব, উইং প্লে কার্যত অনুপস্থিতি ভোগাল ইস্টবেঙ্গলকে।আমনাও ঝলক দেখাতে ব্যর্থ। গোল করার লোকের অভাব ডোবালো ইস্টবেঙ্গলকে।আট মিনিট ইনজুরি টাইম পেয়েও ইস্টবেঙ্গল গোলের মুখ খুলতে পারেনি।
ইস্টবেঙ্গল–০
কাসটমস–০
সুভাষ ভৌমিকের ছেলেরা একটাও ভাল মুভ গোটা ম্যাচে তৈরি করতে পারল না। মাঝমাঠে বল ধরে খেলার লোকের অভাব, উইং প্লে কার্যত অনুপস্থিতি ভোগাল ইস্টবেঙ্গলকে।আমনাও ঝলক দেখাতে ব্যর্থ। গোল করার লোকের অভাব ডোবালো ইস্টবেঙ্গলকে।আট মিনিট ইনজুরি টাইম পেয়েও ইস্টবেঙ্গল গোলের মুখ খুলতে পারেনি।
ইস্টবেঙ্গল–০
কাসটমস–০

No comments