উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ কবে? পড়ুন
নজরবন্দি ব্যুরো: বারবার আন্দোলনের ফল এবার ঘরে তুলতে চলেছেন এসএসসি চাকরি-প্রার্থীরা। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই সম্ভবত শুরু হতে চলেছে উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের ভেরিফিকেশন প্রক্রিয়া।
আর শেষ হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। অর্থাৎ পুজোর আগেই শেষ হবে উচ্চ-প্রাথমিকের প্রথম পর্যায়ের ভেরিফিকেশন সংক্রান্ত সব কাজ। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে কিভাবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শেষ করবে আধিকারিকরা? এই প্রশ্নের জবাবে কমিশনের এক আধিকারিক বলেন, উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন পাঁচটি আঞ্চলিক অফিসে হবে দ্রুততার সাথে। সেক্ষেত্রে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন নতুন বছরের প্রথমেই শেষ হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও।
কোন মন্তব্য নেই