Header Ads

ফের রেকর্ড পরিমাণ কমলো টাকার দাম, উর্ধমুখী ডলার।

নজরবন্দি ব্যুরোঃ এক ধাপে রেকর্ড পরিমাণ কমলো টাকার দাম। মার্কিন ডলারের হিসেবে টাকার দাম দাঁড়িয়েছে ৭০.৮২ টাকা। বাজার খোলার সময় এদিন টাকার দাম ছিল ৭০.৫৭ টাকা। কিন্তু শেষ পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় ৭০.৮২ টাকায়।
ডলারের সাপেক্ষে টাকার দামের এই পতনের কারণ হিসেবে একাধিক কারণ উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, অপরিশোধিত তেলের দাম ক্রমশ উর্ধমুখী আন্তর্জাতিক বাজারে। আমদানী খরচের তুলনায় বিদেশী মুদ্রা দেশে কম ঢোকায় এবং সেই সাথে ডলারের দাম বাড়ায় চলতি মাসে টাকার দামের পতন অব্যাহত। দেশের বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যেও থাকছে বিরাট ফারাক। এটিও টাকার দামের পতনের গুরুত্বপূর্ণ কারণ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.