Header Ads

প্রতিপক্ষ মারিন! সিন্ধুর র‍্যাকেটে ভর করে আজই কি সৃষ্টি হবে বিশ্বজয়ের ইতিহাস?

নজরবন্দি ব্যুরোঃ অলিম্পিকের সেই দিনটা আজও মনে পড়ে যায়। হায়দ্রাবাদি কন্যা সিন্ধুকে শেষ মুহূর্তে হারিয়ে জয়ের হাসি হাসলেন ক্যারোলিনা মারিন। এবার সেই দিনের প্রতিশোধের সুযোগ পেলেন পি ভি সিন্ধু।


রবিবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে সিন্ধুর প্রতিপক্ষ মারিন। ফাইনালে পৌঁছনোর পথটা একেবারেই সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালে জাপানের ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন তিনি। এরপরেই তাঁকে টেনিস কোর্টে লড়াইয়ে নামতে হয় জাপানেরই ইয়ামাগুচির বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে জয় পান সিন্ধু। এবার শেষ লড়াইটা লড়তে হবে মারিনের বিরুদ্ধে।

এই নিয়ে পরপর দুবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠলেন সিন্ধু। এখন কেবলমাত্র জয়ের মুহূর্তটির অপেক্ষায়। এখনো পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত থেকে পুরুষ কিংবা মহিলা কোনো বিভাগেই সোনা জিততে পারেনি ভারত। সিন্ধুর জয়ের মাহেন্দ্রক্ষণকে চাক্ষুষ করার অপেক্ষায় গোটা দেশ। একবুক আশা, আজই হয়তো সৃষ্টি হতে চলেছে এক নতুন ইতিহাস! পুসারেলা বেঙ্কট সিন্ধুর র‍্যাকেটে ভর করে!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.