শিলচরে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা, মারধরের অভিযোগ!
নজরবন্দি ব্যুরো : শিলচরে বিমানবন্দরে নামতেই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দিল অসম পুলিশ। জানা গিয়েছে, এরপরই পুলিশের সঙ্গে বাদানুবাদ জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের একাধিক প্রতিনিধিরা। এখন বিমানবন্দরে বসেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের ৮ প্রতিনিধি।
বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে অসম প্রশাসনের বিরুদ্ধে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদিস্তার জানান, "দেখে মনে হচ্ছে এখানে যেন রাষ্ট্রপতি শাসন জারি করেছে এখানের সরকার"। অভিযোগ, তাঁদের গায়ে হাত তোলা পর্যন্ত হয়। এর পাশাপাশি সাংবাদিকদের ও প্রবেশাধিকার দিচ্ছে না পুলিশ।
বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে অসম প্রশাসনের বিরুদ্ধে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদিস্তার জানান, "দেখে মনে হচ্ছে এখানে যেন রাষ্ট্রপতি শাসন জারি করেছে এখানের সরকার"। অভিযোগ, তাঁদের গায়ে হাত তোলা পর্যন্ত হয়। এর পাশাপাশি সাংবাদিকদের ও প্রবেশাধিকার দিচ্ছে না পুলিশ।

No comments