Header Ads

মাঠের বাইরে যত সমস্যাই আসুক, ক্রিকেট আমাকে খেলতেই হবে। শামি।

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের পরেই শুরু হয়েছিল সমস্যা। যার ফলে আইপিএলেও নিজের সেরাটা দিতে পারেননি সামি। তাঁর স্ত্রী হাসিন জাহান একাধিক অভিযোগ তুলেছিলেন ।মারধর করা, সামির একাধিক অবৈধ সম্পর্ক এমনকি দেশদ্রোহিতার অভিযোগ। সেসব কাটিয়ে আপাতত তিনি ইংল্যান্ডে।

 সব   কিছু এখন কাটেনি স্ত্রী হাসিন জাহান আদালতে টেনে নিয়ে গিয়েছেন সামিকে। তবুও এজবাস্টনে দুর্দান্ত বল করেছেন সামি। দুই উইকেট পেয়েছেন। খেলা শেষে সামি বলছিলেন, 'দক্ষিণ আফ্রিকা সফরের পরেই মাঠের বাইরের কিছু সমস্যায় জেরবার হয়ে পড়েছিলাম। আমাকে এখনও লড়াই করতে হচ্ছে। ক্রিকেটের প্রতি ভালবাসাই এই লড়াইয়ে আমার অনুপ্রেরণা। আমি শুধু সেরা পারফরম্যান্সটা দিয়ে যেতে চাই।

 বাকিটা দেখা যাক কী হয়। মাঠের বাইরে যত সমস্যাই আসুক। ক্রিকেট আমাকে খেলতেই হবে।' তিনি আরও বলেন 'পরিবারে একটা সমস্যা রয়েছে। অবশ্য সব পরিবারেই তা থাকে। কিন্তু দেশের হয়ে খেলাটা বরাবরই গুরুত্বপূর্ণ। নিজের কাজটা ঠিকঠাক করে যেতে হবে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.