এশিয়ান গেমসের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকলেন সাইনা।
নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকার মুখোমুখি হয়ে বিশেষ সুবিধা করতে পারলেন না সাইনা নেহওয়াল।
এশিয়ান গেমসের আসরে টানা দশ নম্বর হার হজম করতে হল ভারতীয় তারকাকে। ২০১৪ ইঞ্চিয়ন এশিয়ান গেমসের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। এবার জাকার্তায় জিতলেন ওমেনস সিঙ্গলসের ব্রোঞ্জ পদক।

No comments