Header Ads

সৌজন্যের রাজনীতিতে নয়া নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী!



নজরবন্দি ব্যুরো: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণ-সভাকে কেন্দ্র করে সৌজন্যের রাজনীতির উদাহরণ তৈরি হল এই রাজ্যে।
বঙ্গ বিজেপি যখন বাজপেয়ীকে নিয়ে সৌজন্যের রাজনীতির ফায়দা তুলতে চাইছে, তখন পাল্টা সৌজন্যের রাজনীতি দেখাল মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার বিনা পয়সায় মহাজাতি সদন ভাড়া দেওয়া হল বিজেপিকে।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  বাজপেয়ীর স্মরণ-সভায় রাজ্য বিজেপি উদ্যোগ নিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর। ইতিমধ্যেই কংগ্রেস ও সিপিআই(এম)কে আমন্ত্রণ জানিয়ে এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে বিজেপি সূত্রে খবর।
রাজনৈতিক মহলের একটা বড় অংশের মতে, সৌজন্যের রাজনীতির লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ আগস্ট প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর স্মরণ-সভার জন্য বিনা পয়সায় মহাজাতি সদনের বুকিং পেয়ে গেল বিজেপি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুকিং-এর টাকা মকুব করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.