Header Ads

রাজ কুমার রায়ের রহস্যমৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের।

নজরবন্দি ব্যুরো: এবারের পঞ্চায়েত নির্বাচনের দিন রাতের দিকে আচমকাই নিখোঁজ হয়ে যান মাদ্রাসার শিক্ষক রাজ কুমার রায়। পরের দিন বেলার দিকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে।
তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে তাঁর মা। সেই মামলার শুনানিতে বেশ কিছু প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। মৃত্যুর আগে রাজকুমার রায়ের শরীরে কিভাবে সাতটি আঘাতের চিহ্ন ছিল এবং আরও কিছু প্রশ্ন তোলেন বিচারপতি।

বুধবার মামলার শুনানিতে হাইকোর্ট বলে রাজকুমার রায়ের ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতি রয়েছে। আবার ময়নাতদন্তের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের এই নির্দেশে খুশি মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়।
Theme images by lishenjun. Powered by Blogger.