Header Ads

কিছু দিনের জন্য বন্ধ থাকছে প্রিয়া সিনেমা।


নজরবন্দি ব্যুরোঃ  দমকলের পরবর্তী রিপোর্ট না পাওয়া পর্যন্ত  বন্ধ থাকছে প্রিয়া সিনেমা হল সোমবার পুড়ে যাওয়া সিনেমাহল পরিদর্শনের পর এই নির্দেশই দিলেন ডিজি ফায়ার তিনি বলেছেন, আগুনে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দোতলার অংশ তারপরই ক্ষতি হয়েছে একতলায়
তার মধ্যে প্রিয়ার কর্ণধার অরিজিত দত্তর অফিসেই সব থেকে ক্ষতি হয়েছে কোথা থেকে আগুন লেগেছে তা এখনো  স্পষ্ট  নই। ফরেনসিক দলের সংগৃহীত নমুনার রিপোর্ট খতিয়ে দেখার পর  হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডিজি ফায়ার 
প্রসঙ্গত রবিবার নাইট শো চলাকালীন আগুন লাগে প্রিয়া হলে সেসময় কমপক্ষে ৪০ জন দর্শক ছিলেন হলের ভিতর এছাড়া হলকর্মীরা, হল লাগোয়া দোকানের কর্মীরাও ছিলেন আগুনের ফলে উপরে আটকে পড়েন অরিজিত দত্তের পরিবার পরে সবাইকে নিরাপদে উদ্ধার করে আনা হয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.