আবার বাড়ল জ্বালানি তেলের দাম!
নজরবন্দি ব্যুরোঃ আবার বাড়ল জ্বালানির দাম । পেট্রোলের দাম কলকাতায় বেড়ে লিটার পিছু হল, ৭৯ টাকা ৭৭ পয়সা । ওয়েল মার্কেটিং কোম্পানিসের পরিবর্তিত দামের তালিকা অনুযায়ী দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু হল ৭৬ টাকা ৮৫ পয়সা । মুম্বাইতে ৮৪ টাকা ২৯ পয়সা, এবং চেন্নাইতে পেট্রোল কিনতে হবে ৭৯ টাকা ৭৭ পয়সায় । রবিবার সকাল ৬ টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়ে গেছে ।
oil-price-high
মুলত বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাওয়াতেই এভাবে নতুন করে দাম বৃদ্ধি হয়েছে জ্বালানির । রবিবার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে , কলকাতায় ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭১ টাকা ১০ পয়সা । দিল্লিতে ডিজেলের দাম লিটার পিছু ৬৮ টাকা ৩২ পয়সা দাড়াচ্ছে । এক্ষেত্রে মুম্বাইতে লিটার পিছু ডিজেল মিলবে ৭২ টাকা ৫৩ পয়সায় এবং চেন্নাইতে ৭২ টাকা ১৬ পয়সায় ।

No comments