Header Ads

সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে সমালোচিত পরিনীতি।


নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে দুবাই গিয়েছেন পরিনীতি। আর সেখানেই সমুদ্রে সৈকতে কাটানো কিছু মুহুর্তের ভিডিও আপ্লোড করেন তিনি।

যাতে দেখা যায় সমুদ্রে সৈকতে হাঁটছেন পরিনীতি আর তার মাথার উপরে ছাতা ধরে আছেন তার একজন সহকারী। এই ভিডিওটি নিয়ে তীব্র সমালোচনা ঝেড়েছেন তার ভক্তরা। কেউ কেউ মন্তব্য করেন নিজের ছাতাটি নিজে ধরলে তারকাখ্যাতি কমে যাবেনা` কেউ কেউ আবার টিপ্পনি কেটে বলেছেন `নিশ্চয়ই ছাতাটির ওজন ১০০ কেজি ছিল` 
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভিডিওটি ডিলেট করে দেন পরিনীতি চোপড়া। এবং পরবর্তীতে এক ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান 'পরের বার থেকে ছাতাটা আমার হাতেই থাকবে, ধন্যবাদ সবাইকে'


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.