দীর্ঘ দিন পর আবার ক্যামেরার সামনে আসছেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা। কোথায় জানেন?
নজরবন্দি ব্যুরোঃ বলিউডে জয়া প্রদা।পা রেখেছিলেন ১৯৭৯ সালে। ঋষি কাপুরের বিপরীতে 'সরগম' ছবিতে। তারপর সেখানেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন।
জিতেন্দ্র থেকে অমিতাভ বচ্চন¸ সকলের সঙ্গেই
স্ক্রিনস্পেস শেয়ার করে হাততালি কুড়িয়েছেন। 
আটের দশকের হার্টথ্রব হয়ে উঠেছিলেন
জয়া। কিন্তু সময়ের নিয়মে সকলকেই একদিন আসন স্মৃতির ভরসায় রেখে ছেড়ে যেতে হয়। জয়ার
ক্ষেত্রেও তাই হয়েছে। তবে এবারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
 তাও আবার হিন্দি টেলিভিশনে। খুব শিগগিরিই হিন্দি সিরিয়াল 'পারফেক্ট পতি'-তে দেখা যাবে
তাঁকে। ছবিতে শাশুড়ির চরিত্রে রয়েছেন জয়া। তবে সিরিয়ালের চেনা পরিচিত শাশুড়ি নয়, তিনিই হয়েছেন আধুনিক শাশুড়ির প্রতিচ্ছবি। ঘরের
পাশাপাশি যিনি পারিবারিক ব্যবসাও সামলান।

No comments