পুলিশের ঘুষ খাওয়া রুখতে অভিনব উদ্যোগ! এবার ঘুষ খাওয়া কমবে?
নজরবন্দি ব্যুরোঃ পুলিশ আর ঘুষ! দেশের এমন কোন থানা আছে কি যারা দাবি করতে পারে তাঁদের কোন অফিসার, কনস্টেবল, হোমগার্ড বা কর্মী কখনো ঘুষ খাননি?
যাই হোক এবার পুলিশের ঘুষ খাওয়া রুখতে অভিনব নিয়ম চালু করল হিমাচলপ্রদেশের উনা জেলা পুলিশ! অন ডিউটি অবস্থায় কারও কাছে ২০০ টাকার বেশি থাকা চলবে না। যদি থাকে সেই টাকা কেন পকেটে রাখা হয়েছে বা তার সোর্স কি সঠিক ভাবে ঊর্ধ্বতন আধিকারিক কে জানাতে হবে!
উত্তর যথাযত না হলে ধরে নেওয়া হবে সে টাকা ঘুষের টাকা! কিন্তু এমন উদ্যোগ নেওয়া হল কেন? জানা গিয়েছে উত্তর প্রদেশের প্রতিবেশী রাজ্য পঞ্জাব থেকে আসা তীর্থযাত্রীদের কাছে থেকে ঘুষ নিচ্ছেন পুলিশ কর্মীরা এমন একাধিক অভিযোগ জমা পড়েছে। তাই বাধ্য হয়ে জেলার পুলিশ সুপার দিবাকর শর্মা এমন উদ্যোগ নিয়েছেন!

No comments