সঙ্কটে করুণানিধি, শরীরের প্রধান অঙ্গগুলি আর কাজ করছে না!
নজরবন্দি ব্যুরো: ডিএমকে প্রেসিডেন্ট করুণানিধির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গত মাসের ২৯তারিখ থেকে তিনি চেন্নাইয়ের কাউভেরি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আছেন।
সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মেডিক্যাল বুলে-টিনে বলা হয়েছে তাঁর শরীরের প্রধান অঙ্গগুলি আর কাজ করছে না। এই খবর প্রকাশ হবার পরেই হাসপাতালের বাইরে অসংখ্য ডিএমকে সমর্থক ভিড় জমাতে থাকে।
ওই হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. অরবিন্দন সেলভারাজ ওই বুলে-টিন প্রকাশ করেন।
তাতে বলা হয়েছে, তাঁর দেহের প্রদান অঙ্গ সচল রাখাটা চিকিৎসকদের পক্ষে খুব শক্ত হয়ে যাচ্ছে। তাঁকে ২৪ ঘণ্টা লক্ষ্য রাখা হচ্ছে, এবং কৃত্রিম যন্ত্রের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মেডিক্যাল বুলে-টিনে বলা হয়েছে তাঁর শরীরের প্রধান অঙ্গগুলি আর কাজ করছে না। এই খবর প্রকাশ হবার পরেই হাসপাতালের বাইরে অসংখ্য ডিএমকে সমর্থক ভিড় জমাতে থাকে।
ওই হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. অরবিন্দন সেলভারাজ ওই বুলে-টিন প্রকাশ করেন।

No comments