বিজেপিতে না আকালির! ভোটের ফলে বিশেষ প্রভাব পড়বে না।
নজরবন্দি ব্যুরো: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদের জন্য নীতিশ কুমারের জেডি (ইউ)-এর সাংসদকে মনোনয়ন দিয়েছে বিজেপি। আর এর ফলে চটেছে আরেক শরিক। তাই শিরোমণি অকালি দল জানিয়ে দিয়েছে, তারা ভোট দেবে না।
তাদের মতে, বহুদিন ধরে তারা নরেশ গুজরালের জন্য ওইপদের দাবি জানিয়ে আসছে। আর এই নিয়ে অকালি দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে। তবে এটা ঠিক অকালি দলের এই সিদ্ধান্তে ভোটের ফলে বিশেষ প্রভাব পড়বে না বলে মনে করেন বিজেপি নেতারা। কারণ তাদের হাতে মোট সাংসদ সংখ্যা তিন।

No comments