মেরিনা বিচেই সমাধি হবে করুণানিধির। রায় দিল মাদ্রাজ হাইকোর্ট।
নজরবন্দি ব্যুরোঃ করুণানিধিকে কোথায় সমাধি দেওয়া হবে তা নিয়ে চলছিল টানাপড়েন। এমনকি ব্যাপার তা কোর্ট পর্যন্ত গড়ায়। অবশেষে রায় দিল কোর্ট। মাদ্রাজ হাইকোর্টে জয় ডিএমকে-র।
মেরিনা বিচেই সমাধি হবেন করুণানিধির। শুনানি শেষে জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। মেরিনা বিচে করুণানিধির সমাধির দাবি জানাচ্ছেন ডিএমকে সমর্থকেরা। নিরাপত্তার স্বার্থে মেরিনা বিচে র‍্যাপিড অ্যাকশন ফোর্স নামাল তামিলনাড়ু সরকার। তাঁর শেষ অনুষ্ঠানে যোগ দেবার জন্য চেন্নাই বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মেরিনা বিচেই সমাধি হবেন করুণানিধির। শুনানি শেষে জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। মেরিনা বিচে করুণানিধির সমাধির দাবি জানাচ্ছেন ডিএমকে সমর্থকেরা। নিরাপত্তার স্বার্থে মেরিনা বিচে র‍্যাপিড অ্যাকশন ফোর্স নামাল তামিলনাড়ু সরকার। তাঁর শেষ অনুষ্ঠানে যোগ দেবার জন্য চেন্নাই বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

No comments