কলকাতা ফুটবল লিগে সবুজ-মেরুনের জয়।
নজরবন্দি ব্যুরোঃ গতকাল মোহনবাগান কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় খেলা তে রেইনবো কে ৩-২ গোলে পরাজিত করলো। রেইনবোর অভিজিত্ সরকারের দুর্দান্ত ফ্রি কিকে প্রথম গোল
করে এগিয়ে দেন।
মোহনবাগান প্রথম অর্ধে পিছিয়ে
যায় ০-১ গোলে। দ্বিতীয় অর্ধে মোহনবাগানের হয়ে সমতা ফেরান ডিকা । তার কিছুক্ষন পরেই অভিষেক মোহন বাগান কে এগিয়ে দেয়। এর পর
রেইনবোর কফিনে শেষ পেরেক মারেন আজহারুদ্দিন মল্লিক। রেইনবোর হয়ে সানডে করেন
দ্বিতীয় গোল। খেলার ফলাফল মহনবাগান-৩, রেইনব-২।

No comments