Header Ads

প্রচুর কর্মী নিয়োগ ভারতীয় রেলে! সিট সংখ্যা বেড়ে ৬০ হাজার।

নজরবন্দি ব্যুরো: আবার প্রচুর কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েল জানান, রেলে কর্মী নিয়োগের সংখ্যা ২৬,০০০ থেকে বেড়ে এখন ৬০,০০০ হয়েছে।

একটি ট্যুইট করে তিনি ঘোষণা করেন, অ্যাসিট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদ ২৬,৫০২ থেকে বাড়িয়ে ৬০,০০০ করা হয়েছে।মন্ত্রীর এই ঘোষণার ফলে প্রায় ৪৮লক্ষ প্রার্থী যারা আগামী ৯ অগস্ট প্রথম রাউন্ডের কম্পিউটার বেসড পরীক্ষার জন্য আবেদন করেছিল, তারা যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তা বলাই যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৬৫০২ এএলপি এবং টেকনিশিয়ান পদে আবেদনের জন্য ঘোষণা করে৷ এই ঘোষণার ওপর ভিত্তি করে আবেদন করেছিল প্রায় ৪৭.৫৬ লক্ষ প্রার্থী৷বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সারা দেশ থেকে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করেছে৷


 তবে কোন সেন্টারে প্রার্থীরা পরীক্ষা দেবে, সেই স্থান অনুযায়ী, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীরা আগে সুযোগ পাবে৷ তবে বেশ কিছু রাজ্যে পরীক্ষার সেন্টারে আসন সংখ্যা থেকে প্রার্থীর আবেদন সংখ্যা অনেক বেশি বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.