Header Ads

মহারাষ্ট্রে আবার গেরুয়া ম্যাজিক!

নজরবন্দি ব্যুরো:শিবসেনাকে বাদ দিয়ে মহারাষ্ট্রে জোড়া পুর নির্বাচনে জয় পেল বিজেপি। গতকাল,শুক্রবার ছিল মহারাষ্ট্রের জলগাঁও ও সাঙ্গলি পুর নিগমের ভোটগণনা।

দু'টি পুরনিগমই দখল করেছে বিজেপি। ওই নির্বাচনে পুরনো শরিক এনসিপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইকরে কংগ্রেস। ওদিকে শিবসেনাকে ছাড়াই ভোটের ময়দানে নেমেছিল বিজেপি। তাতেও শেষ ভাল কিছু করতে পারলো না কংগ্রেস। দীর্ঘদিন দখলে থাকা সাঙ্গলি পুরনিগম বেহাত হয়েছে তাদের। দখল নিয়েছে গেরুয়া বাহিনী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.