এবার আইএসএলে পুনে সিটি তে খেলার জন্য সই করেলেন ইয়ান হিউম
নজরবন্দি ব্যুরোঃ এটিকে এবং কেরল ব্লাস্টার্স হয়ে তিনি ৪ টি মরশুমে খেলে এবার ২০১৮-১৯ ইন্ডিয়ান সুপার লিগে পুনে সিটি তে খেলার জন্য সই করলো আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ইয়ান হিউম ।
আইএসএলে তিনি ৫৯ টি ম্যাচে ২৮ টি গোল করেন। এটি আইএসএলের ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। তবে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এবার সুস্থ হয়ে ফিরে যোগ দিলেন নতুন ক্লাব পুনে সিটি তে।
আইএসএলে তিনি ৫৯ টি ম্যাচে ২৮ টি গোল করেন। এটি আইএসএলের ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। তবে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এবার সুস্থ হয়ে ফিরে যোগ দিলেন নতুন ক্লাব পুনে সিটি তে।

No comments