বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী এবার তৃণমূলে!
নজরবন্দি
ব্যুরোঃ বামফ্রন্টে আবার ভাঙন। প্রাক্তন মন্ত্রী ও ফরওয়ার্ড ব্লক নেতা মোর্তাজা হোসেন দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
তঁার হাতে বৃহস্পতিবার পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, রাজীব ব্যানার্জি ও নির্মল ঘোষ। তৃণমূল ভবনে মোর্তাজা তঁার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে এসেছিলেন। তঁারাও ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। দুই ছেলে চিকিৎসক ।
দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, 'মমতার উন্নয়নযজ্ঞে শামিল হতে চেয়ে মোর্তাজা প্রথমে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষের কাছে আবেদন করেন। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি। তাঁর অনুমোদন নিয়েই মোর্তাজা হোসেন ও তাঁর পরিবারকে তৃণমূলে নেওয়া হয়েছে।'

No comments