বন্ধ হয়ে গেল মালঞ্চ!
নজরবন্দি
ব্যুরোঃ দক্ষিণ কলকাতার টালিগঞ্জে মুর এভেন্যুয়ে অনেক দিনের পুরনো সিনেমা
হল মালঞ্চ বন্ধ হল।
গত ১৪ আগস্টের শেষ শোয়ের পরে বন্ধ করে দেওয়া হল হল। ইতিমধ্যে মৌখিক ভাবে মালিক পক্ষ প্রেক্ষা গৃহ বন্ধের কথা জানিয়েছেন। কিন্তু ঠিক কি কারণ বন্ধ করা হল তা
জানানো হইনি।তবে কর্মচারীদের ক্ষতিপূরণ দেয়ার কথা বলেছেন করতিপক্ষ।

No comments