Header Ads

চতুর্থ টেস্টে অশ্বিন-হীন টিম ইন্ডিয়া? প্রতিকূল পরিস্থিতিতেও কি জয় আসবে?

নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। আর তার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে টিম। চতুর্থ টেস্টে কি খেলতে পারবেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার সময় গ্রয়েন ইনজুরি হয় অশ্বিনের। সেই চোট এখনো পুরোপুরি সারেনি তাঁর। এদিকে কুলদীপ যাদব এবং মুরলী বিজয়কে আগেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে ভারতের এখন একমাত্র ভরসা রবীন্দ্র জাদেজা। কিন্তু একমাত্র জাদেজার ওপর ভরসা করে গুরুত্বপূর্ন চতুর্থ টেস্ট খেলতে নামাটা যে যথেষ্ট ঝুঁকির তা মেনে নিচ্ছে ভারতীয় ক্রিকেটের থিঙ্কট্যাঙ্ক।

ফলে চতুর্থ টেস্ট নিয়ে এই মুহূর্তে প্রবল চাপে ভারত। অশ্বিন খেলতে পারবেন কি আদৌ? নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে দেখার বিষয়, কিভাবে চাপ কাটিয়ে প্রতিকূল পরিস্থতিতে জয় তুলে আনতে পারে টিম ইন্ডিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.