Header Ads

জলে হাঁস চরলে বাড়বে অক্সিজেন! 'নতুন তথ্য' সরবরাহে বিজ্ঞানীদের পেছনে ফেললেন বিপ্লব দেব।

নজরবন্দি ব্যুরোঃ মহাভারতের যুগে ইন্টারনেট-স্যাটেলাইটের ব্যবহার ছিল, গৌতম বুদ্ধ পায়ে হেঁটে জাপান যান- এই সব অজানা তথ্যই তাঁর আবিষ্কার। এবার আবার তিনি নতুন তথ্য প্রকাশ্যে আনলেন। জানিয়েছেন, হাঁস জলে চড়ে বেরালে জলাশয়ে অক্সিজেন বাড়ে।
এসব তথ্যে আবিষ্কর্তা আর কেউ নন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। এর আগেও একাধিক বার লাগামছাড়া অদ্ভুত মন্তব্য করে হাসির খোরাক হয়েছেন বিপ্লব দেব। তবে তাতে তাঁর কুছ পরোয়া নেহি। ফের বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় মশকরার পাত্র হলেন তিনি। মঙ্গলবার বিপ্লব দেব বলেন, আমি এলাকার বাসিন্দাদের ৫০ হাজার দেশি হাঁস উপহার দেব।


এই হাঁস যখন জলে চড়ে বেরাবে তখন জলে অক্সিজেন 'রিসাইকেল' হবে। কিভাবে অক্সিজেন রিসাইকেল হবে তারও ব্যাখ্যা দিতে ভোলেননি তিনি। বলেন, হাঁসেরা জলে সাঁতার কাটার সময় জলে নিজে থেকেই নাকি অক্সিজেন রিসাইকেল হয়। শুনে অবাক লাগছে কি? অবাক হবেন না একেবারেই। কারণ এই তথ্য আপনি কিংবা আমি কেন, কোনো বিজ্ঞানীর কাছেও ছিল না। এই কৃতীত্ব সম্পূর্ণ বিপ্লব দেবেরই! বলছেন সমালোচকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.