Header Ads

বিরাটের সেঞ্চুরি তে মান রক্ষা ভারতের।দ্বিতীয় ইনিংসে ৯/১ ইংল্যান্ড।

নজরবন্দি ব্যুরোঃ ক্যাপ্টেন ইনিংস! সহযোদ্ধারা লড়াইয়ের আগেই মাঠ ছাড়লেও হার মানেনি অধিনায়ক। বিরাট একাগ্রতায় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলে ভারতের মান বাঁচান কোহলি। এজবাস্টনে সেঞ্চুরি করে জবাব দিলেন সমালোচকদের। ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি কোহলি।
২০১৪ ভারতের ইংল্যান্ড সফরের ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট। কিন্তু এবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তাঁর জাত চেনালেন ভারত অধিনায়ক।সেঞ্চুরি করেই হেলমেট খুলে আকাশের দিকে হাত ছুঁড়ে দেওয়াার পাশাপাশি হার্টথ্রব অনুষ্কার দেওয়া ওয়েডিং রিং-এ চুম্বন করেন কোহলি।
 এ নিয়ে টেস্ট ক্রিকেটে ২২টি শতরানের মালিক হলেন বিরাট। ওপর দিকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ ৪তম ওভারে অস্বিন এর বলে কুক বোল্ড আউট হন। দিনের শেষে ইংল্যান্ড ৯ রান করে ১ উইকেট হারিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.