Header Ads

'বিস্ময় বালক' আপুয়াদার নয়া কীর্তি

শুভব্রত মুখার্জি: মার্কিন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস অলিম্পিকেই জিতেছেন ২৮টি পদক।সেই ফেল্পসের ২৩ বছরের বিশ্বরেকর্ড ভেঙ্গে ফেললেন ১০ বছর বয়সী এক 'বিস্ময়' বালক।

যুক্তরাষ্ট্রের ক্লার্ক কেন্ট আপুয়াদা ক্যালিফোর্নিয়ায় ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণপদক  জেতেন ১ মিনিট ৯.৩৮ সেকেন্ড সময়ে। ফলে ভেঙ্গে যায় ১৯৯৫ সালে করা ফেল্পসের বিশ্বরেকর্ড।১৯৯৫ সালে ওই ইভেন্টে ১ মিনিট ১০.৪৮ সেকেন্ড সময়ে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ফেল্পস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.