অ্যাম্বুল্যান্স ছিনতাইয়ের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে !
নজরবন্দি
ব্যুরোঃ উদ্বোধন করার নামে অ্যাম্বুল্যান্স ছিনতাইয়ের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে।
এই নিয়ে তাঁর বিরুদ্ধে আসানসোল আদালতে মামলা দায়ের করেছে পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের কথা অনুসারে দু’বছর আগে উদ্বোধনের নামে খড়গপুরে ওই অ্যাম্বুল্যান্স পাঠাতে বলেছিলেন দিলীপ ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি। জানা গিয়েছে,২০১৬ সাল নাগাদ এই অ্যাম্বুল্যান্সটি মুর্শিদাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে অনুদান হিসেবে পায় পূর্ব বর্ধমানের বার্নপুরের ওই সেচ্ছাসেবী সংস্থা। সেইসময় এই সংস্থাটি বিজেপি ঘনিষ্ঠ ছিল।
তাই দিলীপ ঘোষকে দিয়ে তারা এই অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করাতে চেয়েছিল। রাজ্য বিজেপির সভাপতির ব্যস্ততার জেরে তা করে উঠতে পারেননি। ঠিক হয়, খড়গপুরে তাঁর বিধানসভা কেন্দ্রে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দিলে তিনি তা উদ্বোধন করে দেবেন। সেইমতো অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি। ওই সংস্থার আরও দাবি, ছ’মাসের পর থেকে ঝামেলা বাড়তে থাকে। বারবার ফোন করলেও দিলীপ ঘোষ কোনও উত্তর দেননি বলে অভিযোগ।
এর পরে ওই অ্যাম্বুল্যান্সে নিজের নাম লিখে খড়গপুর এলাকায় তা চালু করে দেন। আর এই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে পুরো ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।
