ডেপুটি চেয়ারম্যান পদে জয়ী হলেন এনডিএ মনোনীত জেডিইউ প্রার্থী।সহজ জয় মোদী-অমিত শাহের প্রার্থীর।
নজরবন্দি
ব্যুরোঃ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং।
প্রত্যাশা মতন তিনি ১২৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিরোধী প্রার্থী হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট। দু’জন সাংসদ ভোট দেন নি।জয়ের পর হরিবংশ নারায়ণ সিংকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাউসের তরফ থেকেও হরিবংশজীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
