Header Ads

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশিষ্টজনেরা এবার শহরের পথে।


নজরবন্দি ব্যুরোঃ দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশিষ্টজনেরা এবার প্রতিরোধের লক্ষ্যে কেন্দ্রীও  সরকারের বিরুদ্ধে সরাসরি পথে নামছেন কারণ, তাঁরা বলছেন, ধর্মের নামে বিভিন্ন রাজ্যে এক অস্থির পরিস্থিতি তৈরির 'চক্রান্ত' চলছে 
প্রতিবাদীদের গ্রেপ্তার করা হচ্ছে রাওদের সাম্প্রতিক গ্রেপ্তারির ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকারের কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে আগামিকাল, রবিবার সকাল ১০টায় শিশির মঞ্চে এক প্রতিবাদসভার ডাক দেওয়া হয়েছে ওই সভায় থাকার কথা শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এই  নামছেন শহর তথা দেশের অন্যতম চিন্তাশীল নাগরিকদের শুক্রবার এক বিবৃতিতে সই করে তাঁরা ওই সভার কথা জানিয়েছেন যেখানে সরাসরি বলা হয়েছে, 'এদেশে এক অভূতপূর্ব অন্ধকার নামিয়ে আনার চেষ্টা হচ্ছে'

শঙ্খবাবুদের সাক্ষর-সংবলিত বিবৃতিটিতে বলা হয়েছে, 'মুক্তচিন্তা, বহুস্বর, মত পথের স্বাধীনতা আজ বিপন্ন বিপন্ন হয়ে পড়েছে ব্যক্তির বা গোষ্ঠীর জীবনাচরণ ধর্মাচরণের অধিকারও



Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.