Header Ads

তিন মাস পরে পলিটেকনিকের চুক্তিভিত্তিক কর্মীদের নবীকরণ!



নজরবন্দি ব্যুরো: প্রায় তিন মাস বেতন না পাবার পর চুক্তি নবীকরণ করা হল পলিটেকনিকের চুক্তিভিত্তিক কর্মীদের।
এতদিন তাদের বেতন কেনও আটকে রাখা হয়ে ছিল, তা জানেন না কর্মচারীরা। এই সব কর্মীরা ৮ থেকে ১০ হাজারের কিছু বেশি বেতন পান। ফলে সঞ্চয় বলতে তাদের কিছুই নেই। তার উপর তিন মাস বেতন না পাবার ধাক্কা  সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা। বেতন হতে এখনও দিন দশেক লাগবে বলে মনে করেন কর্মীদের একটা বড় অংশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.