Header Ads

ডার্বির আগে দুই প্রধানের জয়


নজরবন্দি: বড় ম্যাচের প্রাক্কালে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দু দলই জয় পেলো l মোহনবাগান ২-০ গোলে এরিয়ান কে হারালো,তাদের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন শিলটন ডি সিলভা ও ডিপন্ডা ডিকা l কল্যাণী স্টেডিয়ামে ডি সিলভা ৮মিনিটে ও ডিকা ৮৪ মিনিটে গোল করেন l

অন্যদিকে জর্জ টেলিগ্রাফ এর বিরুদ্ধে পিছিয়ে গিয়েও জয় পেলো ইস্টবেঙ্গল l ইস্টবেঙ্গল মাঠে এই ম্যাচে সব কটি গোলই হয় দ্বিতীয়ার্ধে l জর্জের জস্টিস মর্গান গোল করে এগিয়ে দিলেও মেহেতাব সিং ৭৫মিনিটে হেডে গোল করেও ইস্টবেঙ্গল কে সমতায় ফেরান,

এরপর ইনজুরি সময়ে কৌশিক সরকার দুরন্ত গোল করে লাল হলুদ কে জয় এনে দেন l এই ম্যাচ জেতায় দুই প্রধানেরই পয়েন্ট দাঁড়ালো সাত ম্যাচে ১৯ ,গোল পার্থক্যও একই,তবে গোল বেশি করার জন্য শীর্ষে রইলো মোহনবাগান l ডার্বি আগামী ২রা সেপ্টেম্বর,রবিবার l

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.