Header Ads

হৃতিক রোশনের বিরুদ্ধে জালিয়াতির মামলা!


নজরবন্দি ব্যুরোঃ হৃতিক রোশনের বিরুদ্ধে জালিয়াতির মামলামামলা করেছেন কোদুঙ্গাইয়ারের স্টকিস্ট আর মুরলীধরণ অভিযোগ হৃতিক রোশনের এইচআরএক্স ব্রান্ডের মালপত্র তিনি বিক্রির জন্য রেখেছিলেন
কিন্তু হৃতিক অন্যদের সঙ্গে ষড়যন্ত্র করে তাঁকে ২১ লাখ টাকা ঠকিয়েছেন তাঁর আরও অভিযোগ, হৃতিকের কোম্পানি নিয়মিত মাল দিত না তাঁর সঙ্গে কথা না বলেই তিনি মার্কেটিং টিম পাল্টে ফেলেছিলেন ফলে মালপত্র পড়েই থাকত, বিক্রি হত না

মাল ফেরত পাঠালেও তার দাম দিতে রাজি ছিল না হৃতিকের কোম্পানি এই অভিযোগের ভিত্তিতে কোদুঙ্গাইয়ার থানার পুলিশ ৪২০ ধারায় মামলা দায়ের করেছে হৃতিক রোশন ছারও আরও ৮ জনের বিরুদ্ধে মামলা করেন মুরলীধরণ

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.