শিশু ধর্ষণের দায়ে ধৃত গেরুয়া সমর্থক!
নজরবন্দি ব্যুরো: গতকাল রাজ্যে এসে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি যখন জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করছেন, তখন অপরদিকে শিশু ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছ এক বিজেপি সমর্থক।
আক্রান্ত শিশুটির পরিবারের দাবি, দলের কর্মীকে বাঁচাতে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিল এখানের বিজেপি নেতারা। ঘটনাটি ঘটে শুক্রবার। আক্রান্ত শিশুটি স্থানীয় বেসরকারি নার্সারি স্কুলের ছাত্রী। স্কুল থেকে ফেরার পথে তাকে গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছিলেন ওই শিশুটির মা। মাঝপথে শিশুটির সঙ্গে দেখা হয় প্রহ্লাদ বর্মন নামে এক যুবকের।
প্রহ্লাদ তপনের দিঘিরপাড় পাড়ার গ্রামের বাসিন্দা। তাকে আগে থেকেই চিনত শিশুটি। অভিযোগ, প্রহ্লাদ ওই শিশুটিকে ডাকে এবং সে তার কাছে চলে যায়। এরপর শিশুটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।
শিশুর চিৎকার শুনে যখন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসেন, ততক্ষণে পালিয়ে যায় ওই অভিযুক্ত। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন। তাকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রহ্লাদ বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments