পেজ অ্যাডমিনদের জন্য কঠোর ফেসবুক! এবার থেকে চাই অথরাইজেশন।
নজরবন্দি ব্যুরোঃ নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে নতুন ঘোষনা নিয়ে এলো ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক পেজের জন্য এখন থেকে পেজেস পাবলিশিং অথরাইজেশন দরকার হবে।
শুক্রবার এই নতুন ঘোষনা করে ফেসবুক। বলা হয়, আপাতত যুক্তরাষ্ট্রভিত্তিক পেজ গুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। পেজ অনুমোদনের জন্য কোন দেশ থেকে পেজ তৈরি হচ্ছে এবং তার লোকেশন জানাতে হবে। পেজ অ্যাডমিন দের জন্যেও কঠোর হবে ফেসবুক।
এবার থেকে প্রতিটি পেজের সাথে নতুন একটি অংশ যোগ হবে, যার নাম 'পিপল হু ম্যানেজ দিস পেজ'। এই অংশে পেজ অ্যাডমিনদের সম্পর্কে তথ্য থাকবে। পেজে কোনো পোস্ট করার আগে অ্যাডমিনদের টু ফ্যাক্টর অথেনটিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এমনকি প্রাইমারি হোম লোকেশনও নিশ্চিত করতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভুয়ো খবর ফেসবুকের মাধ্যমে ছড়ানোয় এই কঠোরতা অবলম্বন করছে সংস্থা। এর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর ক্ষেত্রে রাশ টানা যাবে বলে মত কর্তৃপক্ষের।
শুক্রবার এই নতুন ঘোষনা করে ফেসবুক। বলা হয়, আপাতত যুক্তরাষ্ট্রভিত্তিক পেজ গুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। পেজ অনুমোদনের জন্য কোন দেশ থেকে পেজ তৈরি হচ্ছে এবং তার লোকেশন জানাতে হবে। পেজ অ্যাডমিন দের জন্যেও কঠোর হবে ফেসবুক।
এবার থেকে প্রতিটি পেজের সাথে নতুন একটি অংশ যোগ হবে, যার নাম 'পিপল হু ম্যানেজ দিস পেজ'। এই অংশে পেজ অ্যাডমিনদের সম্পর্কে তথ্য থাকবে। পেজে কোনো পোস্ট করার আগে অ্যাডমিনদের টু ফ্যাক্টর অথেনটিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এমনকি প্রাইমারি হোম লোকেশনও নিশ্চিত করতে হবে।

No comments