আজ আরও এক সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী। তবে ভারত থেকে দেখা নাও যেতে পারে।
নজরবন্দি ব্যুরোঃ আজ আরও এক সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী যার স্থায়িত্ব থাকবে সাড়ে তিন ঘন্টা। এবছরে শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আজই তবে ভারত থেকে সেই গ্রহণের দৃশ্য দেখা যাবে কিনা, সেটাই প্রশ্ন।
ভারত থেকেই এই সূর্যগ্রহণ দেখা না গেলেও আমেরিকা, উত্তর-পশ্চিম এশিয়া, দক্ষিণ কোরিয়া, মস্কো এবং চিন থেকে পুরোপুযারি দেখা যাবে। প্রসঙ্গত, এর আগে ১৩ জুলাই আংশিক সূর্যগ্রহণ হয়েছিল। দেখা গিয়েছিল, অ্যান্টার্কটিকা, অলিয়া ও নিউজিল্যান্ডে।
তবে বিশ্বের এই বিরল ঘটনার সাক্ষী থাকতে সুযোগ করে দিচ্ছে নাসা, কারণ গবেষনা কেন্দ্র নাসা লাইভ সূর্যগ্রহন দেখাবে। সূর্যগ্রহণের সময় এক্সরে প্লেট বা রোদ চশমা পরে দেখতে পারেন। শনিবার লন্ডনে গ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ২ মিনিটে।

No comments