Header Ads

চার বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল! সমস্যাতে পড়তে পারেন রাজ্যের পড়ুয়ারা।


নজরবন্দি ব্যুরো: রাজ্যের গুরুত্বপূর্ণ চার বিশ্ববিদ্যালয়ের ডিসট্যান্স এডুকেশনের অনুমোদন বাতিল করে দিল ইউজিসি দূরশিক্ষায় অনুমোদন পেল এই রাজ্যের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর, কল্যাণী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন বাতিল করে ইউ জি সি
অনুমোদন না দেওয়ার কারণ অবশ্য জানায়নি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এই অনুমোদন বাতিলের ফলে সঙ্কটে পড়বেন রাজ্যের কয়েক হাজার পড়ুয়া এই রাজ্যের উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও নেমে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের জানা গিয়েছে, দূরশিক্ষায় অনুমোদনের ক্ষেত্রে কড়া নিয়ম ইউজিসির ন্যাকের ্যাঙ্কিংয়ে কোনও বিশ্ববিদ্যালয় এর মধ্যে ন্যূনতম .২৬ পেলে তবে দূরশিক্ষার অনুমোদন পায় 

বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার মান সহ একাধিক বিষয় গুরুত্ব পায় ওই ্যাঙ্কিংয়ে চলতি বছরে দূরশিক্ষার অনুমোদনের জন্য রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয় আবেদন করে সেই তালিকাতে আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর, কল্যাণী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওই সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে বাকি ৪টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল হয়েছে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.