যৌনকেচ্ছা ও ঘুষ মামলায় বিস্ফোরক তথ্য ফাঁস! ব্যাক ফুটে মার্কিন প্রেসিডেন্ট!
নজরবন্দি
ব্যুরোঃ আবার খারাপ সময়ের মধ্যে দিয়ে
যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর প্রচার অভিযানের প্রাক্তন প্রধান পল ম্যানাফোর্ট। আর আদালতে দাঁড়িয়ে ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন স্বীকার করে নিলেন, তাঁর মক্কেলের নির্দেশেই প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌনকেচ্ছা ধামাচাপা দিতে দু'জনকে গোপনে অর্থ দিয়েছিলেন।
ট্রাম্পের নির্বাচনী তহবিল থেকেই ওই অর্থ খরচ করা হয়েছিল। যা ট্রাম্প গোপন করেন। যার জেরে মার্কিন প্রেসিডেন্ট আইনি ঝামেলায় ফাঁসতে পারেন বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার মার্কিন আদালতের
ভরা কক্ষে নিজের দোষ মেনে নেন মাইকেল কোহেন। তিনি বলেন হলিউডের পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস ও প্রাক্তন প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডোগালের মুখ বন্ধ করতে কয়েক লক্ষ ডলার দিয়েছিলেন তিনি।
ম্যানহাটন আদালতে কোহেনের বিরুদ্ধে প্রচার তহবিলের গরমিল, ব্যাংক জালিয়াতি ও করফাঁকি-সহ ৮টি ফৌজদারি মামলা চলছে। তারই একটির শুনানিতে কোহেন মঙ্গলবার আদালতে এ কথা জানান। কোহেন আদালতে জানিয়েছেন, ১ লক্ষ ৩০ হাজার ডলার দিয়ে পর্নস্টার ড্যানিয়েলসের মুখ বন্ধ করা হয়। আর দেড় লক্ষ ডলার দেওয়া হয় বিখ্যাত প্লেবয় মডেল ম্যাকডোগালকে। দু'জনের সঙ্গেই ট্রাম্পের অবৈধ সম্পর্ক ছিল। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

No comments