এশিয়ান গেমসে চারটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় ৭ নম্বরে ভারত
নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসে চারটি ব্রোঞ্জ এল ভারতের ঘরে। উষুতে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল চারটি পৃথক বিভাগে। সেই সম্ভাবনার জলাঞ্জলি হলেও চার-চারটি ব্রোঞ্জ জিতে দেশকে সম্মানিত করলেন সন্তোষ কুমার ও নাওরেম রোশিবিনা দেবী, সূর্যভানু প্রতাপ সিং, নরেন্দর গ্রেওয়াল।
বুধবার ভারতের পদকতালিকায় ৪ টি আরও ব্রোঞ্জ পদক যুক্ত হল । যা নিয়ে তালিকার ৭ নম্বরে ভারত । মোট পদকের সংখ্যা ১৫ টি ।এদিন ভারত যে চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে তার সবকটিই হুশুতে । এটি একটি বিশেষ ধরণের মার্শাল আর্ট ।
ভারতের ঝোলায় এল ৪ নম্বর সোনার পদক । মানু বাখের হলেন ষষ্ঠ । এর আগে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন সৌরভ চৌধুরী এবার মহিলাদের বিভাগেও এল সোনা । আর সেই পথে নিয়ে গেলেন রাহি ।

No comments