৭ রাজ্যের রাজ্যপাল বদল। ত্রিপুরা থেকে সরলেন তথাগত রায় ৷
নজরবন্দি ব্যুরোঃ সাত রাজ্যে বদল করা হল রাজ্যপাল ৷ ত্রিপুরার রাজ্যপাল বদল করে নয়া রাজ্যপাল করা হল কাপতান সিং সোলাঙ্কিকে ৷
তথাগত রায়কে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত সোলাঙ্কিকে করা হল রাজ্যপাল ৷ ত্রিপুরা থেকে বদল করে মেঘালয়ের রাজ্যপাল হলেন তথাগত রায় ৷ বিহারের নয়া রাজ্যপাল লালজি ট্যান্ডন ৷ হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য ৷ জম্মু-কাশ্মীরের নয়া রাজ্যপাল সত্যপাল মালিক ৷ সিকিমের নয়া রাজ্যপাল গঙ্গা প্রসাদ ৷

No comments