Header Ads

উত্তরপ্রদেশে মহাজোট! ১৯-এর আগেই রাহুল ম্যাজিক?

নজরবন্দি ব্যুরো: এবার উত্তরপ্রদেশে মহাজোট প্রায় চূড়ান্ত। 'মিশন ২০১৯'-এর লক্ষ্য প্রস্তুতই ছিল। শুধু বাকি ছিল আসন ভাগাভাগি। অবশেষে সেই রফাসূত্র স্থির করে ফেললেন রাহুল গান্ধী, মায়াবতী, অখিলেশ যাদব ও অজিত সিং-রা। মায়াবতীর দাবি মেনেই জোট রক্ষার্থে নমনীয় মনোভাব দেখালেন রাহুল ও অখিলেশ। নয়া এই ফর্মুলায় মায়াবতী ৪০টি আসনে লড়বেন।
৩২টি আসন দেওয়া হয়েছে সমাজবাদী পার্টিকে। সমাজবাদী পার্টির সঙ্গে আবার জোট রয়েছে অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের। অখিলেশ যাদবের দল তাই তাঁর ভাগ থেকে তিনটি আসন ছাড়বেন রাষ্ট্রীয় লোকদলকে।বাকি থাকে আটটি আসন। আর ওই ৮ টি আসনে লড়বে কংগ্রেস। কংগ্রেসের এক পক্ষ আরও কিছু বেশি আসন চাইছে। কিন্তু মহাজোটের কথা মাথায় রেখে বেশি জেদাজেদি করছে না কংগ্রেস।

 সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী ও রাষ্ট্রীয় লোকদলের অজিত সিংয়ের সঙ্গে ম্যারাথন বৈঠকের পরেই চূড়ান্ত হয়েছে আসন বন্টন।মহাজোটের সলতে পাকানোর কাজটা বহু আগেই শুরু করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার সেই মহাজোটে চূড়ান্ত সীলমোহর পেলো উত্তরপ্রদেশে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.