Header Ads

অসম নিয়ে মোদীকে হুমকি মমতার! ডিভাইড এন্ড রুল পলিসি চালানোর অভিযোগ।

নজরবন্দি ব্যুরো: অসমের নাগরিক পঞ্জি তথ্য প্রকাশ্যে আসার পর থেকে সরব হয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘ আমাদের বেশ কয়েকজন এমপিদের একটা দল অসম যাবে। এখন যোগাযোগ বন্ধ থাকায় সমস্যা হয়েছে। প্রয়োজনে আমি নিজেই যাব।’’
সাংবাদিক বৈঠকে স্বাভাবিক নিয়মে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, এখন এতোগুলো মানুষ কোথায় যাবে? বাংলাদেশ যদি এদের না স্থান দেয়, তখন কী হবে? ভারত সরকারের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে বসে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করা। এর পরে তিনি বলেন, প্রয়োজন পড়লে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যাবেন বলে জানান তিনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এতোগুলি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারত সরকার ওখানে ডিভাইড এন্ড রুল পলিশি চালাচ্ছে। যার ফল খুব মারাত্মক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.