Header Ads

নতুন ভূমিকায় কপিল দেব নিখান্জ্ঞ

শুভব্রত মুখার্জি :হরিয়ানা হ্যারিকেন’ ৮৩'র বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব নিখান্জ্ঞ এবার ভারতকে প্রতিনিধিত্ব করবেন এশিয়া-প্যাসিফিক সিনিয়র গল্ফ টুর্নামেন্টে। গল্ফের স্টিক নিয়েই মাঠে আরও একবার বাজিমাৎ করতে মরিয়া তিনি।নয়ডায় অনুষ্ঠিত ‘অল ইন্ডিয়া সিনিয়র গল্ফ প্রতিযোগিতায়’ দারুণ পারফর্ম করেন কপিল। সেই কারণেই এশিয়া প্যাসিফিকের ভারতীয় দলে জায়গ পান তিনি। প্রাক্তন অ্যামেচার গলফার অমিত লুথরা ও ঋষি নারাইনকেও দেখা যাবে কপিলের সঙ্গে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.