Header Ads

গত মরসুমে নজরকাড়া পারফরম্যান্স। তবুও ছেঁটে ফেলা হল জাপানি মিডফিল্ডার কাটসুমিকে! কারণ কি জানেন?

নজরবন্দি ব্যুরোঃ  সামনের মরসুমের আর লাল-হলুদ জার্সিতে দেখা যাবে না  জাপানি মিডফিল্ডার কাটসুমিকে। গত মরসুমে ১৮ ম্যাচে ৬ গোল। তবুও কেন বাদ? সূত্রের খবর স্পনসরের চাপে নাকি শেষপর্যন্ত কাটসুমিকে ছেঁটে ফেলতে হল তাঁকে।
কারণ শুধুমাত্র টাকা নেওয়াই নয়, এখন থেকে স্পনসর কোয়েসের মতামত নিয়ে ফুটবল দল পরিচালনা করতে হবে ইস্টবেঙ্গলকে। ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কিনেছে ভিন রাজ্যের সংস্থাটি। কোয়েসের পক্ষ থেকে জানানো হয়েছে, দল নিয়েও মতামত দিতে চায় তারা। তাই ফুটবলার নেওয়া-সহ দল পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি তৈরি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে।

 ক্লাবের তরফে কমিটিতে রয়েছেন ফুটবল সচিব রজত গুহ এবং প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহা।আগে কাটসুমি-সহ একাধিক বিদেশি ফুটবলারকে সই করিয়েছিল লাল-হলুদ কিন্তু নতুন কমিটি আবার তাঁদের নিয়ে আলোচনা করে জানিয়ে দিয়াছে আগামী মরসুমে কাটসুমিকে আর দল রাখা হবে না।ক্লাবের সিদ্ধান্ত জাপানি ফুটবলারটিকে জানিয়েও দেওয়া হয়েছে বলে খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.