Header Ads

কি হবে ৪০ লক্ষ অসমবাসীর? যাদের নাগরিকত্বের বৈধ প্রমাণ পত্র নেই!

নজরবন্দি ব্যুরোঃ ১৯৫১ সালের পর এই প্রথম জাতীয় নাগরিকপঞ্জি আপডেট করা হল। তাতে বাদ পড়ছে ৪০ লক্ষ মানুষের নাম। এঁদের মধ্যে বেশিরভাগই বাংলাভাষী মুসলমান। কেউ কেউ আছেন যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন।

 বালাদেশ অনুপ্রবেশ অসমের ক্ষেত্রে বড় একটা সমস্যা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে নাগরিকত্ব হারানো লক্ষ লক্ষ 'অসমবাসী'দের বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু তাতেও ভয় কাটছে না সাধারণ মানুষের। বলা হয়েছিল ১৯৭১ সালের ২৪ মার্চের পর যাঁরা এসেছেন তাঁদের নাগরিকত্বের বৈধ প্রমাণ দিতে হবে। সেই নিরিখেই বাদ গিয়েছে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম।

 তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। খসড়া মাত্র। এরপর ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারেন মানুষ। সেখানে পরিচয়পত্র দেখাতে পারলে তালিকায় নাম উঠতে পারে। কিন্তু তারপরও বেশ কিছু মানুষের যে নাম থাকবে না তা স্পষ্ট। এবং সেই সংখ্যাটিও লক্ষাধিক হবে। সেক্ষেত্রে তাঁদের কী পরিণতি হবে? কি হবে তাঁদের ভবিষ্যৎ? চিন্তার শেষ নেই ঐ মানুষ গুলির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.