বসিরহাটের দুই তৃণমূল নেতা ও এক প্রাক্তন সিপিআইএম শাখা সম্পাদক সহ শতাধিক কর্মী বিজেপি তে।
নজরবন্দি ব্যুরোঃ এখন গোটা রাজ্যে চলছে দলবদলের পালা। কখন শাসক শিবির থেকে বিরোধী শিবিরে তো কখন বিরোধী থেকে শাসক শিবিরে।
গত কাল উত্তর ২৪ পরগনার বসিরহাটের কালিতলা এলাকার তৃণমূল নেতা বরেন্দ্র মণ্ডল, মনিন্দ্র মণ্ডল ও সিপিআইএম এর প্রাক্তন শাখা সম্পাদক সচীন্দ্র নাথ মণ্ডল সহ শতাধিক তৃণমূল ও সিপিআইএম কর্মী সমর্থকেরা বিজেপি তে যোগদার করে। এদিন নতুন দলে যোগদান করে সদ্য তৃণমূল দল ত্যাগী বরেন্দ্র মণ্ডল বলেন, বিজেপি তে এসে আমার খুব আনান্দ হচ্ছে, তৃণমূল দলের কোন গনতন্ত্র নেই, পঞ্চায়েত নির্বাচনে ওরা ছাপ্পা মেরে জিতেছে, তৃণমূল দূর্ণীতি গ্রস্থ হয়ে গেছে তাই তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলাম।
গত কাল উত্তর ২৪ পরগনার বসিরহাটের কালিতলা এলাকার তৃণমূল নেতা বরেন্দ্র মণ্ডল, মনিন্দ্র মণ্ডল ও সিপিআইএম এর প্রাক্তন শাখা সম্পাদক সচীন্দ্র নাথ মণ্ডল সহ শতাধিক তৃণমূল ও সিপিআইএম কর্মী সমর্থকেরা বিজেপি তে যোগদার করে। এদিন নতুন দলে যোগদান করে সদ্য তৃণমূল দল ত্যাগী বরেন্দ্র মণ্ডল বলেন, বিজেপি তে এসে আমার খুব আনান্দ হচ্ছে, তৃণমূল দলের কোন গনতন্ত্র নেই, পঞ্চায়েত নির্বাচনে ওরা ছাপ্পা মেরে জিতেছে, তৃণমূল দূর্ণীতি গ্রস্থ হয়ে গেছে তাই তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলাম।

No comments