Header Ads

২০১৯ এর আগে বড় ধাক্কা! আবার এক শরিক বিচ্ছেদের মুখে বিজেপি।

নজরবন্দি ব্যুরো: ২০১৯ যত এগিয়ে আসছে, ততই বিজেপির সঙ্গে শরিকদের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। শিবসেনা এনডিএ ছেড়েছে। মোদী বাহিনীরর সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি।

 সেই তালিকায় এবার নাম আসতে চলেছে বিহারের লোক জনশক্তি পার্টিরর!লোক জনশক্তি পার্টির তরফে যেভাবে সমালোচনা করা হয়েছে বিজেপি সরকারকে, জাতীয় রাজনীতিতে এখন সেটাই বেশ চর্চার। বর্তমান পরিস্থিতিতে এনডিএ শরিকদের বিদ্রোহের মাঝে লোক জনশক্তি পার্টির অমন বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রামবিলাস-পুত্র চিরাগ পাসোয়ান বিজেপির জানিয়েছেন, তফশিলি জাতি-উপজাতি আইনের পুরনো নিয়ম ফেরাতে হবে।

প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে এই বিল পাস করতে হবে সরকারকে। তিনি এর পাশাপাশি বলেন,  যদি ৭ আগস্টের মধ্যে লোকসভা অধিবেশনে বিল পাস না করানো হয়,তাহলে ৯ আগস্ট বিশাল দলিত বিক্ষোভ দেখবে গোটা দেশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.